ছবি : সংগৃহীত
দেশের অধিকাংশ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তবে চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু এখনও দেশের ওপর সক্রিয় থাকলেও তা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ থেকে ইতোমধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের বাকি অংশ থেকেও মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে বিদায় নিতে পারে।
ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



