Logo
Logo
×

জাতীয়

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আন্দোলনকারীদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রেস ক্লাবের দিকে অগ্রসর হলে শিক্ষকরা "ভুয়া ভুয়া" স্লোগান দিতে থাকেন। সাউন্ড গ্রেনেডের কারণে শিক্ষকরা কিছু সময়ের জন্য সরে গেলেও পরে আবার প্রেস ক্লাবের সামনে জড়ো হন। শিক্ষক নেতারা মাইকে সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সকাল ১০টা থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষকরা। এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছিলেন। আন্দোলনের ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষকরা দাবি করছেন, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করতে হবে এবং বদলির ক্ষেত্রে সর্বজনীন নীতিমালা প্রণয়ন করতে হবে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন