Logo
Logo
×

জাতীয়

নির্বাচনে নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ে জোরালো প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম

নির্বাচনে নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ে জোরালো প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি জানান, নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোট প্রক্রিয়া সুষ্ঠু করতে যেকোনো বিশৃঙ্খলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, কার্যকর মনিটরিং এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত বডি ওয়ার্ন ক্যামেরা সরবরাহের প্রস্তাবও সভায় গৃহীত হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে তিনদিন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১৩০টি ভেন্যুতে ২৮টি ব্যাচে এই প্রশিক্ষণ চলবে, যা আগামী ১৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে। আনসার ও ভিডিপির ৫ লাখ ৮৫ হাজার সদস্যকে প্রাক-নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ১ লাখ ৩৫ হাজার জন অস্ত্রসহ এবং ৪ লাখ ৫০ হাজার জন নিরস্ত্র থাকবেন।

এছাড়া আনসার ব্যাটালিয়নের ৩ হাজার ১৫৭ জন রিক্রুট সিপাহির প্রশিক্ষণ চলছে। বিজিবির ১ হাজার ১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্য এবং প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য নির্বাচনি দায়িত্বে থাকবেন।

তিনি আরও বলেন, সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন