সারাদেশে কমবে বৃষ্টিপাত, চট্টগ্রাম-সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (১২ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার (১৩ অক্টোবর) থেকে বুধবার (১৫ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও তা প্রায় স্থিতিশীল থাকবে।
১৬ অক্টোবরেও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।



