Logo
Logo
×

জাতীয়

নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা ‘সেফ এক্সিট’ চায়: রিজওয়ানা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পিএম

নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা ‘সেফ এক্সিট’ চায়: রিজওয়ানা

সৈয়দা রিজওয়ানা হাসান ও নাহিদ ইসলাম

কিছু উপদেষ্টা "সেফ এক্সিট’ নিতে চাচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা যে অভিযোগ তুলেছেন, সেটির বিষয়ে পরিষ্কার তথ্য-প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এটা উনি (নাহিদ ইসলাম) অভিমান থেকে বলেছেন, নাকি উনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এ বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে...তাকে তার বক্তব্যকে সাবসটেনশিয়েট করতে হবে।”

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এনসিপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলে তখন সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান তিনি।

“সেফ এক্সিটের’ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “আমি একদম কোনো এক্সিট খুঁজছি না।”

“এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসেছে। ওই সব ঝড়-ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাবো আপনাদের সাথে,” সাংবাদিকদের বলেন উপদেষ্টা হাসান।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন বলে সম্প্রতি অভিযোগ করেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওসব উপদেষ্টা নিজেদের "সেফ এক্সিটের’ কথা ভাবছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

দলের আহ্বায়কের এমন বক্তব্যের পর মঙ্গলবার এনসিপির আরেক নেতা সারজিস আলমও একই অভিযোগ তুলেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন