Logo
Logo
×

জাতীয়

বিমানবাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম

বিমানবাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্বোধন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বিমানবাহিনী সদর দপ্তরের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এবছর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস এর মূল প্রতিপাদ্য হলো ‘সাইবার সচেতনতা প্রত্যেকের দায়িত্ব: প্রতিটি ক্লিকই গুরুত্বপূর্ণ’। 

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান বলেন, ‘আধুনিক যুদ্ধকৌশলের বিবর্তনের ফলে এয়ার স্পেস এবং সাইবার স্পেসকে আর আলাদা করে দেখার সুযোগ নেই। যেভাবে আমরা আকাশ, স্থল ও সমুদ্রসীমায় আমাদের সীমানা রক্ষা করি, একইভাবে আমাদের ডিজিটাল নেটওয়ার্কের অদৃশ্য সীমানাও রক্ষা করতে হবে। সাইবার হুমকি যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, ‘সচেতনতা, সতর্কতা এবং শৃঙ্খলা সাইবার জগতে নিরাপদ থাকার মূল চাবিকাঠি।’

বিমানবাহিনী প্রধান সাইবার হুমকি মোকাবেলায় সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং সতর্কতার সঙ্গে ডিজিটাল ডিভাইস ব্যবহার ও সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি আশা ব্যক্ত করেন যে সাইবার নিরাপত্তা একটি সম্মিলিত বিষয়, যা নিরবচ্ছিন্ন সতর্কতা ও সবার দায়িত্ব পালনের মাধ্যমেই কেবল অর্জন করা সম্ভব। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিমানবাহিনীকে আকাশে এবং ডিজিটাল ডোমেইনে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিমানবাহিনীর ঢাকাস্থ ঘাঁটি/ইউনিটের নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি এবং বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকার বাহিরের ঘাঁটিসমূহের প্রতিনিধিরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করে। এ ছাড়া মাসব্যাপী এ আয়োজনে বিমানবাহিনীর সদস্য, তাদের পরিবার এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন