এই শেষ সুযোগ, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন এবং জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চান। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে আয়োজিত ধারাবাহিক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সংলাপে সিইসি বলেন, “দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। আমার বয়স ৭৩ বছর, আর চাওয়ার কিছু নেই। এই নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ করতে চাই।”
তিনি জানান, প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আইটি-সাপোর্টেড হাইব্রিড পদ্ধতির মাধ্যমে এসব ভোটারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সিইসি আরও বলেন, “ভোটার তালিকা হালনাগাদের সময় প্রত্যন্ত অঞ্চলে ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে। নারী-পুরুষ ভোটারের পার্থক্য ৩০ লাখ থেকে কমিয়ে আনা হয়েছে। এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।”
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার রোধে গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। সংলাপে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি আশাবাদ ব্যক্ত করেন, সংলাপে উঠে আসা মতামত বাস্তবায়নে কমিশন সক্রিয়ভাবে কাজ করবে।



