১০ লাখ সরকারি কর্মচারীর ভোটের ব্যবস্থা করবে ইসি: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংলাপে সিইসি বলেন, “প্রবাসী ও নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের ভোটের সুযোগ নিশ্চিত করা হবে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় আনা হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যাদের অনেকেই পূর্বে ভোট দিয়েছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। এআই প্রযুক্তির অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখার আহ্বান জানান সিইসি।
সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে অংশ নেয় নির্বাচন কমিশন। দুই দফায় প্রায় ৫০ জন গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন।
আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। সিইসি জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত বাস্তবায়নে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হলেও অংশগ্রহণ ছিল সীমিত।



