জুলাই সনদ বাস্তবায়নে একাধিক প্রস্তাব দেবে কমিশন: আলী রীয়াজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরবে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছয়টি বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি ৩০টি দল সম্মিলিতভাবে একটি প্রস্তাবে একমত হয়, তাহলে কমিশন সেটিকে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে। তবে একমত না হলে, কমিশন বিকল্প বাস্তবায়ন পদ্ধতির একাধিক প্রস্তাব তৈরি করবে।
আলী রীয়াজ বলেন, ১৭ সেপ্টেম্বরের আলোচনায় উঠে আসা বিষয়গুলো বিশেষজ্ঞদের কাছে তুলে ধরা হয়েছে এবং তারা পরামর্শ দিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, সনদকে একটি গ্রহণযোগ্য দলিলে পরিণত করতে হলে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অংশগ্রহণ জরুরি। ১৫ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে কমিশনের। নির্বাচনী প্রস্তুতির ব্যস্ততার মধ্যেও যেন এই উদ্যোগ বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, দলগত অবস্থানের বাইরে গিয়ে সম্মিলিতভাবে প্রস্তাব দিলে তা বাস্তবায়ন সহজ হবে। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের মানুষ তাদের রক্ত দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছে, যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর অর্পিত হয়েছে।
তিনি বলেন, কেবল সনদে স্বাক্ষর করাই যথেষ্ট নয়, বরং কাঠামোগত সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথ তৈরি করতে হবে। দল নয়, নাগরিকের অধিকারই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।



