Logo
Logo
×

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা শিগগিরই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা শিগগিরই

ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও কমিশনের অবস্থান তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করার নির্দেশ দেন।

অধ্যাপক আলী রীয়াজ জানান, কমিশন সব রাজনৈতিক দল থেকে উল্লেখযোগ্য সহযোগিতা পেয়েছে এবং গণমাধ্যমের অকল্পনীয় সমর্থন কমিশনের কাজকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। তিনি বলেন, কমিশনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি গ্রহণযোগ্য প্রতিবেদন প্রস্তুত করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন