Logo
Logo
×

জাতীয়

গাজাগামী নৌবহরে শহিদুল আলমের নিরাপত্তা পর্যবেক্ষণে সরকার : প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম

গাজাগামী নৌবহরে শহিদুল আলমের নিরাপত্তা পর্যবেক্ষণে সরকার : প্রধান উপদেষ্টা

গাজা অভিমুখী নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের, বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের অবস্থা ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ২০১৮ সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ১০৭ দিন কারাবাসের যে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা শহিদুল আলম দেখিয়েছিলেন, সেই একই চেতনা ও সাহস নিয়েই তিনি এখন গাজাগামী অভিযানে অংশ নিচ্ছেন। তিনি আজ বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক।

নিজের জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তব্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে অর্জিত মানবিক অগ্রগতিকে ধ্বংস করছে। এর সবচেয়ে মর্মান্তিক উদাহরণ এখন দেখা যাচ্ছে গাজায়— যেখানে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, বেসামরিক জনগণ নির্বিচারে হত্যা হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ গোটা জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা শহিদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি— এখন এবং চিরকাল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন