Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘ সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের কৃতজ্ঞতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম

জাতিসংঘ সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের কৃতজ্ঞতা

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায় বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। শুক্রবার (৩ অক্টোবর) এক বার্তায় এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বার্তায় বলা হয়, “এই মহৎ পদক্ষেপটি এমন এক সময় এসেছে, যখন বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব ও অটল সংহতির প্রতিফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুই জাতির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের দৃঢ় বন্ধনকে আরও শক্তিশালী করে।”

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যা ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ভবিষ্যতে এই পদে প্রার্থিতার বিষয়ে আগ্রহী থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন