ফ্লোটিলায় হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, পল্টন ও বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
ছবি : সংগৃহীত
গাজায় মানবিক সহায়তাবাহী ফ্লোটিলায় ইসরায়েলি হামলা ও বিশ্ব মানবাধিকারকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩ অক্টোবর) এই কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন মোড় ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পল্টন মোড়ে দেখা গেছে, পুলিশের আর্মড পার্সোনাল কার (এপিসি) ও জালকামান ভ্যান মোতায়েন রয়েছে। বায়তুল মোকাররমের প্রতিটি গেটে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং মুসল্লিদের ব্যাগ তল্লাশি করছেন। তবে যারা খালি হাতে আসছেন, তারা নির্বিঘ্নে প্রবেশ করতে পারছেন।
পুলিশ জানিয়েছে, পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তারা খণ্ড খণ্ডভাবে দায়িত্ব পালন করছেন।
বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর নেতারাও বক্তব্য রাখবেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গাজার উদ্দেশ্যে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক ও হামলার ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটককে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করেছে ঢাকা।



