Logo
Logo
×

জাতীয়

জিতের ‘সতর্কবার্তা’ নিয়ে টলিপাড়ায় নতুন বিতর্ক

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম

জিতের ‘সতর্কবার্তা’ নিয়ে টলিপাড়ায় নতুন বিতর্ক

ছবি : সংগৃহীত

কলকাতা চলচ্চিত্র জগতে দুর্গাপূজা মানেই বরাবরই এক উৎসবের আমেজ, যেখানে মুক্তি পায় একাধিক নতুন সিনেমা। কিন্তু এই বছর পূজায় বিগ বাজেটের চারটি ছবি নিয়ে যে তুমুল রেষারেষি এবং বিতর্ক শুরু হয়েছে, তা অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

হল পাওয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির সাফল্য-ব্যর্থতা নিয়ে জোর তর্ক-বিতর্কের মধ্যেই এবার অভিনেতা জিৎ-এর একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বরাবরই বিতর্ক থেকে শত হাত দূরে থাকা এই সুপারস্টারের নীরব বার্তাটি এখন ইন্ডাস্ট্রির অন্দরে ও বাইরে সমালোচনার কেন্দ্রে।

যখন টলিপাড়ায় ছবি মুক্তির ডামাডোল চলছে, ঠিক তখনই অভিনেতা জিৎ নিজের 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দেন। তিনি লেখেন, ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।’ মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা।

অনেকের মতে, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি এক প্রকার 'সতর্কবার্তা' দিয়েছেন। তবে এর উল্টো চিত্রও দেখা গেছে মন্তব্য বাক্সে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে, যে অভিনেতা সচরাচর কোনো বিতর্কে জড়ান না, তিনি হঠাকেন এমন পোস্ট করলেন?

জিতের এই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকদের ভিড় জমেছে। একজন সরাসরি মন্তব্য করেছেন, ‘এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।’ আরেকজন অভিনেতার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? উনি তো সবসময় আপনাকে সাপোর্ট করেন।’

তবে বরাবরের মতোই এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জিৎ এখনো নিশ্চুপ। তিনি কেন এই পোস্ট করলেন বা নির্দিষ্ট করে কার পক্ষে-বিপক্ষে কথা বলছেন, সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি। ফলে নেটপাড়ায় কেউ ভাবছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কারও ধারণা দেবের সমর্থনে মুখ খুলেছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন