ছবি : সংগৃহীত
দেশজুড়ে চলমান ভারী বৃষ্টির কারণে আগামী ৪৮ ঘণ্টায় সাতটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত এক পূর্বাভাসে নদনদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী দুই দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে ফেনী জেলায় মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
রংপুর বিভাগের তিস্তা নদীর পানি বেড়েছে, যদিও ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। আগামী তিন দিনে তিস্তার পানি সতর্কসীমায় পৌঁছে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানি কিছুটা কমলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে এসব নদীর পানি বাড়তে পারে, ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন এলাকাগুলোতে সাময়িক বন্যা দেখা দিতে পারে।
এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ার দেখা যাচ্ছে, যা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সম্ভাব্য এলাকা হলো—ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।



