রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম
জাতিসংঘের প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছে।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, গণহত্যা শুরু হওয়ার আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনের জন্য কার্যকর উদ্যোগের অভাব রয়েছে এবং আন্তর্জাতিক তহবিলে উদ্বেগজনক ঘাটতি দেখা দিয়েছে।



