ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বিপর্যস্ত নগরজীবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এএম
রাজধানী ঢাকায় রাত থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যদিও আজ সরকারি ছুটি, তবুও প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া লোকজন পড়েছেন চরম দুর্ভোগে।
সড়কে জমে থাকা পানিতে রিকশাসহ অন্যান্য যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, মিরপুরের কাজীপাড়া ও কালশী, মতিঝিল, বিজয়নগর, মগবাজার, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু অংশ এবং ধানমন্ডি এলাকায় রাস্তায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। বেশ কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে থাকায় পথচারীদের চলাচলও দুষ্কর হয়ে পড়েছে। অনেককে কাদা-পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টি হঠাৎ কোনো স্বাভাবিক আবহাওয়া নয়, বরং এটি একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের অংশ। বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) আগে থেকেই সতর্ক করেছিল, ‘প্রবাহ’ নামের এ বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর রাত থেকে সক্রিয় হয়ে ৫ অক্টোবর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে। এটি চলতি বছরের ১৩তম এবং একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। তবে এটি সারা দেশে সমানভাবে সক্রিয় না হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।



