Logo
Logo
×

জাতীয়

খাগড়াছড়িতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

খাগড়াছড়িতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে চলমান সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, একটি মহল সেখানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের ইন্ধনে খাগড়াছড়িতে সহিংসতা ঘটছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বর্তমানে সেখানে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। তবে কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি ছুঁড়েছে, যেসব অস্ত্র অনেক সময় দেশের বাইরে থেকে আসে। আমি দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিকরাই তা বলে দিয়েছেন। এসব প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “একটি মহল চায় না এই উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।”

এ সময় তিনি ঢাকা শহরের থানাগুলোর অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন। জানান, ৫০টি থানার মধ্যে ২৫টির নিজস্ব ভবন রয়েছে, বাকিগুলো ভাড়া বাসায় চলছে। নতুন করে পাঁচটি থানার ভবন নির্মাণ শুরু হয়েছে, যা আগামী ১৫ মাসের মধ্যে শেষ হবে। শাহবাগ থানার ভবনের ভিত্তিপ্রস্তরও শিগগিরই স্থাপন করা হবে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন