Logo
Logo
×

জাতীয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সোমবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে:

৩০ সেপ্টেম্বর: রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশালে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১ অক্টোবর: খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য কমবে।

২ অক্টোবর: দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি ও কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

৩ অক্টোবর: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন