Logo
Logo
×

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি

ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি শুরুর প্রথম ১২ দিনে (১৬–২৭ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯৯ টন এবং আখাউড়া বন্দর দিয়ে ৩৭ টন ইলিশ পাঠানো হয়েছে।

রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। হাতে মাত্র এক সপ্তাহ থাকায় পুরো অনুমোদিত পরিমাণ ইলিশ রপ্তানি সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি হওয়ায় রপ্তানির পরিমাণও কম। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা।

রপ্তানিকারকরা মনে করছেন, এত অল্প সময়ের মধ্যে পুরো চালান রপ্তানি করা কঠিন হবে। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাত্র ৬৩৬ টন ইলিশ রপ্তানি হয়েছিল।

উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় ইলিশ উৎপাদন কম হলেও বিশেষ বিবেচনায় সরকার ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন