Logo
Logo
×

জাতীয়

প্রবাসী ও নির্বাচনী কাজে সম্পৃক্তদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে: সিইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

প্রবাসী ও নির্বাচনী কাজে সম্পৃক্তদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে: সিইসি

ছবি : সংগৃহীত

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত নির্বাচনী সংলাপের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নতুন নতুন উদ্যোগও গ্রহণ করা হয়েছে।”

সিইসি জানান, প্রবাসী ও নির্বাচনী কাজে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক করতে কমিশন কাজ করে যাচ্ছে।

দিনব্যাপী এই সংলাপে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধির সঙ্গে এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫–১৭ জন শিক্ষাবিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইসি সূত্রে জানা গেছে, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী।

শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষক।

পূজার ছুটি শেষে অক্টোবরের শুরুতে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাবে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ চলছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন চায়, এই নির্বাচন হোক অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন