Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে আজ রাতে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১টার মধ্যে তিনি ভাষণ দেবেন। তার বক্তব্য বিটিভি, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

বাসসের তথ্য অনুযায়ী, অধিবেশনটি নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) শুরু হবে এবং ড. ইউনূস ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয়গুলো উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন ড. ইউনূস। তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো ভাষণে গুরুত্ব পাবে।”

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টার মূল বার্তা হবে— আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন