Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে নিউইয়র্কে রাজনৈতিক উত্তাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে নিউইয়র্কে রাজনৈতিক উত্তাপ

ছবি : সংগৃহীত

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্ক সময় সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনে তিনি দশম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। তার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তর ও আশপাশের এলাকায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের শত শত নেতাকর্মী ইতোমধ্যে ম্যানহাটনের রাস্তায় অবস্থান নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। প্রতিটি দলই ব্যঙ্গাত্মক ব্যানার ও ফেস্টুন তৈরি করেছে, যার ফলে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকেই ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে নিউইয়র্ক স্টেট বিএনপি ও যুবদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সবাইকে সতর্ক থাকতে হবে।”

অন্যদিকে, প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেলে বিক্ষোভ করেন।

প্রধান উপদেষ্টার ভাষণ শুনতে জাতিসংঘের গ্যালারিতে বিএনপি, জামায়াত ও এনসিপির ছয় নেতা অংশ নেবেন। তাকে স্বাগত জানাতে জাতিসংঘের পাশের রাস্তায় অবস্থান করবেন বিএনপির প্রায় এক হাজার নেতাকর্মী।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, “ড. ইউনূস একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি। তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন জানান, নিউইয়র্কে অবস্থানরত নেতাকর্মীরা সবচেয়ে বেশি অংশ নেবেন এবং অন্যান্য প্রদেশ থেকে আগতদের অভ্যর্থনা জানানো হবে।

যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাসুদ রানা বলেন, “শুক্রবারের স্বাগত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। কেউ যদি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, আমরা শান্তিপূর্ণভাবে তা প্রতিহত করব।”

তিনি আরও জানান, বিএনপি মহাসচিবের প্রটোকল ঘাটতির কারণে নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে শুক্রবারের সমাবেশে শক্ত উপস্থিতি দেখানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন