Logo
Logo
×

জাতীয়

উল্লেখযোগ্য হারে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

উল্লেখযোগ্য হারে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সরাসরি ব্যবসায়ী যোগাযোগ, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কার্যালয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ আলোচনা হয়।

এহসান আফজাল খান বলেন, “দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়িয়ে এবং বাণিজ্যিক সীমাবদ্ধতা দূর করে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বাংলাদেশের সিমেন্ট শিল্পের জন্য লাইম স্টোনসহ নির্মাণ উপযোগী স্টোন আমদানির প্রয়োজনীয়তা রয়েছে, যা বছরে প্রায় ৫০ মিলিয়ন টন। এ খাতে সহযোগিতা বাড়াতে ব্যবসায়ীদের মধ্যে কার্যকর এনগেজমেন্ট প্রয়োজন।

তিনি আরও বলেন, “লেবার প্রডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স এবং মার্কেট অ্যাকসেস নিশ্চিত করে দুই দেশের সীমিত বাণিজ্য বাস্কেটকে সম্প্রসারণের সুযোগ রয়েছে। এতে বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।”

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন। এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন