জাতীয় নির্বাচন
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য ১১৫ প্রতীকের প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য মোট ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা প্রজ্ঞাপনে এ তালিকা জারি করা হয়।
প্রজ্ঞাপনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাওয়া প্রতীক শাপলা অন্তর্ভুক্ত হয়নি। অন্যদিকে নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার পাশে স্থগিত শব্দটি উল্লেখ করা হয়েছে।
সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী এবার যে ১১৫টি প্রতীক নির্ধারণ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—আপেল, আনারস, আম, ঈগল, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কাঁঠাল, কাস্তে, চেয়ার, ছাতা, জাহাজ, টিউবওয়েল, ধানের শীষ, নোঙর, প্রজাপতি, ফুটবল, বাইসাইকেল, লাঙ্গল, সেলাই মেশিন, হাতি, হাতপাখা, রিকশা, মশাল, মাছ, বই, ঘোড়া, টেলিভিশন, মোবাইল ফোন, হরিণ, সিংহ, হেলিকপ্টারসহ নানা প্রতীক।
সব মিলিয়ে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এবার ১১৫টি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।



