সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, শনিবার থেকে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে। এদিন থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
অন্যদিকে, রোববার দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। পাঁচ দিনের শেষের দিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



