‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে বিশ্ব বদলের ডাক প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ছবি : সংগৃহীত
তরুণদের নেতৃত্বে একটি নতুন বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ বৈষম্য এবং শূন্য বেকারত্ব—এই তিন শূন্যের ভিত্তিতে গড়ে উঠুক নতুন পৃথিবী।”
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এই আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, “এই থ্রি-জিরো ধারণা কোনো কল্পনা নয়, বাস্তবেই রূপ নিচ্ছে। তরুণদের নিয়ে গড়ে তুলতে হবে ‘থ্রি-জিরো ক্লাব’, যেখানে প্রত্যেকে হবে থ্রি-জিরো মানুষ—যারা টেকসই জীবনযাপন করবে, বর্জ্য কমাবে এবং সামাজিক উদ্যোক্তা হয়ে উঠবে।”
তিনি ব্যাখ্যা করেন, এই মানুষগুলো বৈশ্বিক উষ্ণায়ন, সম্পদ বৈষম্য ও বেকারত্বে কোনো অবদান রাখবে না। এই ক্লাবগুলো একদিন রূপ নেবে থ্রি-জিরো পরিবার, থ্রি-জিরো গ্রাম, থ্রি-জিরো শহর এবং শেষ পর্যন্ত একটি থ্রি-জিরো বিশ্ব।
প্রধান উপদেষ্টা বলেন, “এই পরিবর্তন শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে। কিন্তু সম্মিলিতভাবে সেই পদক্ষেপগুলোই বদলে দিতে পারে পুরো পৃথিবী। সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের উদ্যম এবং প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা জটিলতম সংকটও সমাধান করতে পারি।”
জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর সঙ্গে এই উদ্যোগের সংযোগ তুলে ধরে ইউনূস বলেন, “শূন্য বর্জ্য ধারণাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”



