Logo
Logo
×

জাতীয়

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের অবস্থা আশঙ্কাজনক, সব ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের অবস্থা আশঙ্কাজনক, সব ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, “দগ্ধদের চিকিৎসায় কোনো অবহেলা করা হবে না। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সরকার দিচ্ছে।”

কেমিক্যাল গোডাউন অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, “পুরান ঢাকার দুর্ঘটনার পর অনেক গোডাউন মুন্সিগঞ্জে সরানো হয়েছিল। টঙ্গীর ঘটনাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুর্ঘটনা তো দুর্ঘটনাই—আমরা সর্বোচ্চ চেষ্টা করব এগুলো অপসারণে।”

বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, বর্তমানে তিনজন ফায়ার সার্ভিস সদস্য ভর্তি রয়েছেন, যাদের শরীরের ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাদেরকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। একজনের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, দগ্ধদের বিদেশে চিকিৎসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত হবে সমন্বিতভাবে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন আলআমিন হোসেন বাবু নামে আরও একজন, যার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন।

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা এক কর্মকর্তা ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হন।

ঢাকা জোন-৩-এর উপ সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণ চেষ্টা চালান।

এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কেমিক্যাল গুদানগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন