Logo
Logo
×

জাতীয়

অবিরাম বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

অবিরাম বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে রাজধানী ঢাকার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত হাঁটুসমান পানি জমে যাওয়ায় সকালেই কর্মস্থলগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাকসহ বেশ কিছু এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের কিছু অংশেও একই অবস্থা। সড়কে পানি জমে থাকায় যানজট তৈরি হয়েছে বিভিন্ন স্থানে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৪০ মিলিমিটার।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে দুই দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে, আরেকটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন