রাজধানীতে ইলেকট্রনিক বাস চালুর বিষয়ে বৈঠক নভেম্বরে: পরিবেশ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীতে ইলেকট্রনিক বাস চালুর বিষয়ে আগামী নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতর আয়োজিত ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীতে বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাস্তায় নতুন বাসের দেখা নেই, পুরোনো বাসগুলো থেকে নির্গত কালো ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। যদিও সাম্প্রতিক অভিযানের ফলে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে, তবুও দূষণ রোধে আরও আগে থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
রিজওয়ানা হাসান জানান, ইলেকট্রনিক বাস চালুর জন্য অবকাঠামো নির্মাণ, বাজেট নির্ধারণ ও নীতিগত প্রস্তুতির প্রয়োজন রয়েছে, যা সম্পন্ন করতে সরকারের এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। তবে সরকার ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং দ্রুত অগ্রগতি সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, রাজনৈতিক জটিলতার কারণে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। অথচ এটি পরিবেশ রক্ষায় অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করেন, আবর্জনা ও আবাসনের নামে দেশের জমি দখল হয়ে যাচ্ছে, আর বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে।
উপদেষ্টা বলেন, মেগা প্রকল্পে অতিরিক্ত মনোযোগ না দিয়ে এখন সময় এসেছে পরিবেশ রক্ষায় কার্যকর ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলার। জনস্বার্থে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।



