মরক্কোর বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের ৬৪তম মিশন হিসেবে মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা, এবং প্রধান অতিথি ছিলেন পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু নঈম এবং ই-পাসপোর্ট প্রকল্পের উপ-পরিচালক লে. কর্নেল হাম্মদ ফয়সল।
মহাপরিচালক নুরুল আনোয়ার তার বক্তব্যে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধানে অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন, এবং সেবার মান উন্নয়নে চলমান কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন।
রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা নিশ্চিত হলো। তিনি পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান, এবং বলেন, দূতাবাস শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, প্রবাসীদের কল্যাণ ও কনস্যুলার সেবায়ও নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও জানান, মরক্কোর বিভিন্ন শহরের ভৌগোলিক দূরত্ব, নথিবিহীন প্রবাসীদের জটিলতা এবং বহুমাত্রিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করে যাচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে মরক্কোসহ ঘানা, গিনি, সেনেগাল ও সিয়েরা লিয়নের প্রবাসী বাংলাদেশিরাও ই-পাসপোর্ট সুবিধার আওতায় আসবেন, যা প্রবাসীদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।



