জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে: অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
ছবি : সংগৃহীত
আগামী শিক্ষাবর্ষে জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি জানান, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে, যার ফলে শিক্ষার্থীরা বই পেতে দেরি হয়েছিল। এবার সেই ভুল না করে সেপ্টেম্বরেই অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অর্ডার ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই করে বাকিগুলোও সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।
ড. সালেহউদ্দিন বলেন, বইয়ের মান, কাগজের গুণগত মান এবং কোন প্রতিষ্ঠান একাধিক অর্ডার পাচ্ছে—এসব বিষয় খতিয়ে দেখা হবে। আজকের বৈঠকে বই কেনার প্রস্তাব আপাতত প্রত্যাহার করা হয়েছে, কারণ এসব বিষয় যাচাই করা জরুরি।
তিনি আরও বলেন, মাঝেমধ্যে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। কেউ ঠিকমতো কাজ না করেও একাধিক অর্ডার নিয়ে নেয়—এমন অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে বলা হয়েছে।
জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পাবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, এবার অবশ্যই পাবে। গতবার অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে, এবার সেপ্টেম্বরে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই আবার বৈঠক হবে।
কোন প্রতিষ্ঠান বই ছাপার দায়িত্ব পাবে, সে বিষয়ে সিদ্ধান্ত চলতি মাসেই নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। যাচাই-বাছাই দুই সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।
এই উদ্যোগের মাধ্যমে সরকার সময়মতো বই বিতরণ নিশ্চিত করতে চায়, যাতে শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষার ধারাবাহিকতায় কোনো বিঘ্ন না ঘটে।



