Logo
Logo
×

জাতীয়

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই শ্রেয়: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই শ্রেয়: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন পদ্ধতি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো, তাই সরকারের এ বিষয়ে বেশি কথা বলা উচিত নয়।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৯৫% মানুষ ভোট দিতে আগ্রহী, যা আসন্ন নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার ইঙ্গিত দেয়

শফিকুল আলম বলেন, “জনগণের আস্থা সরকারের ওপর রয়েছে, সবাই ভোট দিতে এলে নির্বাচন ভালো হবেই”

জরিপে অংশগ্রহণকারী ১০,৪১৩ জনের মধ্যে:

৫৬% মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না

২১.৮% পিআর চান, ২২.২% চান না

৬৯.৯% মনে করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম

ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে এই বিশ্বাস তুলনামূলকভাবে কম

এই মন্তব্য ও জরিপের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পদ্ধতি ও জনমতের গুরুত্ব তুলে ধরেছে, যেখানে সরকারের ভূমিকা নিরপেক্ষতা বজায় রাখার দিকেই বেশি জোর দেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন