বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়বে বৃষ্টিপাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়াতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে জানান, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
রোববার (২১ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায়, এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার (২২ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে অনেক জায়গায়, এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটে কিছু জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায়, এবং ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহে কিছু জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
এই পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে, যা চাষাবাদ, জনজীবন ও যাতায়াতে প্রভাব ফেলতে পারে। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা জারি করতে প্রস্তুত রয়েছে।



