বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে, পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী আবহাওয়ার ধরনে প্রভাব ফেলতে পারে।
সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস:
প্রথম দিন (১৯ সেপ্টেম্বর রাত থেকে): রংপুর, চট্টগ্রাম, সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
দ্বিতীয় দিন (২০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, কোথাও মাঝারি ভারী বর্ষণ।
তৃতীয় ও চতুর্থ দিন (২১ ও ২২ সেপ্টেম্বর): ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটে অনেক জায়গায় বৃষ্টি, রংপুর, রাজশাহী, ময়মনসিংহে কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি। তাপমাত্রা সামান্য কমতে পারে।
পঞ্চম দিন (২৩ সেপ্টেম্বর): খুলনা, চট্টগ্রাম, সিলেটে অনেক জায়গায় বৃষ্টি, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশালে কিছু জায়গায় বৃষ্টিপাত। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, শুরুর দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকলেও শেষ দিকে তা বাড়তে পারে।
এই পূর্বাভাস অনুযায়ী পরবর্তী কয়েক দিন আবহাওয়া থাকবে অনিশ্চিত ও বৃষ্টিপ্রবণ, যা জনজীবন ও কৃষিকাজে প্রভাব ফেলতে পারে।



