Logo
Logo
×

জাতীয়

ইউপিইউ কাউন্সিলে পুনর্নির্বাচিত বাংলাদেশ, অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

ইউপিইউ কাউন্সিলে পুনর্নির্বাচিত বাংলাদেশ, অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলে (সিএ) টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ সাফল্যে সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়। এর একদিন আগে, বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে দেশটি। ফলে আগামী চার বছরের জন্য আবারও কাউন্সিলের সদস্যপদ পেল বাংলাদেশ।

এর আগে ২০২১ সালে নির্বাচিত হলেও বাংলাদেশ সীমিত ভূমিকা রেখেছিল। সেবার মাত্র একটি সরাসরি বৈঠকে অংশ নেয়, বাকিগুলোতে যুক্ত ছিল ভার্চুয়ালি। ফলে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ কম ছিল। এ কারণে পুনর্নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

তবে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ সে চ্যালেঞ্জ অতিক্রম করেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ ফলাফলকে ‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন