Logo
Logo
×

জাতীয়

আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিতরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রবাসীদের বিদায় জানান।

রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক প্রভাব তুলে ধরে বলেন, এ ধরনের অনিয়মিত পথে বিদেশ যাত্রা শুধু আর্থিক ও শারীরিক ক্ষতি ডেকে আনে না, পরিবার ও সমাজকেও চরম দুর্ভোগে ফেলে। একইসঙ্গে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন