Logo
Logo
×

জাতীয়

ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম

ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু হলেও আজ বৃহস্পতিবারও ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টি হলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সেদিন কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন