জাতিসংঘ মানবাধিকার কমিশনকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০২:২২ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হবে। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, যেকোনো ব্যাপারে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা দরকার, আমরা তাদের সাহায্য সহযোগিতা করব।
মঙ্গলবার (২৭ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেন, জাতিসংঘ মিশনে আমাদের আরো পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যাতে যেতে পারেন, সে ব্যাপারে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের যারা ইউএন মিশনে কাজ করছেন তারা খুবই ভালো করছেন বলে জানিয়েছে তারা। এদের খুবই প্রশংসা করেছেন। ভবিষ্যতে বাংলাদেশ যেন সবসময় এক নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবেন বলে আশ্বাস দিয়েছেন।