Logo
Logo
×

জাতীয়

পদ্মা সেতুর টোল আদায়ে ইটিসিএস

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

পদ্মা সেতুর টোল আদায়ে ইটিসিএস

ছবি-সংগৃহীত

পদ্মা সেতুর টোল আদায়ে উন্মুক্ত করা হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস)। সেতুর দুই প্রান্তে দুটি করে চারটি লেনে চলন্ত গাড়ি থেকেই সেতু পারাপারে টোল পরিশোধ করতে পারছেসেতু কর্তৃপক্ষ বলছে, লাইভ পাইলটিং প্রক্রিয়ায় সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এই পদ্ধতি

পদ্মা সেতুতে চলন্ত অবস্থায় টোল পরিশোধের প্রযুক্তি এখন থেকে সবার জন্য উন্মুক্ত। সোমবার বিকাল থেকে মোটরসাইকেল ব্যতিত সব যান ব্যবহার করতে পারবে ইটিসি পদ্ধতি।

ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংকের TAP অ্যাপে গিয়ে "D-Toll" অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত আরএফআইডি বুথে ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া শেষ হলেই ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করা যাবে। রেজিষ্ট্রেশন করা গাড়িগুলো চলন্ত অবস্থায় টোল বুথের কাছে আসতেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন-আরএফআইডি পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোল।

উন্নত প্রযুক্তি ব্যবহারে টোল আদায়ে সময় সাশ্রয়ের পাশাপাশি কমছে গাড়ির জট।

২০২২ সালের ২৬ জুন চালু হওয়া পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৮ হাজার যানবাহন পারাপার হচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অতিরিক্ত পরিচালক ইশতিয়াক আহমেদ বলেন, সেতুর দুই প্রান্তের ১৫ টি টোল লেনের দুটি করে ৪টি লেনকে ইটিসি সিস্টেমের আওতায় আনা হয়েছে। বাকি ১১টি লেন দিয়ে আগের মতই ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন