Logo
Logo
×

জাতীয়

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ এএম

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীন পরিচিত ছিলেন ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় স্পর্শ করেছে। তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকে নতুন মাত্রায় উপস্থাপন করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, নানা প্রতিকূলতার মাঝেও গান থেকে বিচ্যুত হননি ফরিদা পারভীন। সঙ্গীতের প্রতি তার অগাধ অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়েছে। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।

ড. ইউনূস ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিল্পী ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন