Logo
Logo
×

জাতীয়

১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং কোনো অবস্থাতেই তা পেছানো হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরের নাকোল ইউনিয়নের মাঝাইল এলাকায় রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ঢাকসু নির্বাচনসহ বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনও একইভাবে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।”

রেললাইন প্রকল্প পরিদর্শনের সময় কবি ফররুখ আহমদের বাড়ি সংরক্ষণ প্রসঙ্গে শফিকুল আলম জানান, “মুসলিম রেনেসাঁর প্রথম কবি ফররুখ আহমদের জন্মস্থান ও সাহিত্যচর্চার ঘর রেললাইন প্রকল্পের প্রাথমিক নকশায় অন্তর্ভুক্ত ছিল। বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে আনলে রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান নির্দেশ দেন, কবির বাড়িতে কোনোভাবেই হাত না দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বর্তমানে নকশা পরিবর্তন করে রেললাইন বাড়ি থেকে ১০ ফুট দূরে সরিয়ে নেওয়া হয়েছে, ফলে বাড়িটি সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকবে।”

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। পূজার সময় সব নিরাপত্তা বিভাগ সক্রিয় থাকবে, যাতে কোনো পক্ষ পূজাকে বিঘ্নিত করতে না পারে।”

প্রেস সচিবের বক্তব্যে নির্বাচন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার স্পষ্টভাবে উঠে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন