ফেব্রুয়ারিতেই নির্বাচন, অন্যথায় জাতির জন্য মহাবিপর্যয় : প্রেস সচিব
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
ছবি-সংগৃহীত
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় হবে না জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি কোনোভাবে কেউ এটির ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তা হবে জাতির জন্য মহাবিপর্যয়।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব বলেন তিনি।
প্রেস সচিব বলেন, সবাই একটি ভালো নির্বাচন চাচ্ছে। এবিষয়ে অন্তর্বর্তী সরকারও দৃঢ়প্রতিজ্ঞ। প্রতি সপ্তাহেই এ নিয়ে মিটিং হচ্ছে। কীভাবে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা বারবার বলছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এটি আমাদের পূর্ণ অঙ্গীকার। এর কোনো ব্যত্যয় হবে না।
তিনি বলেন, সরকার নির্মোহভাবে নির্বাচন দিতে বদ্ধ পরিকর। মানুষ ভোট দিতে চাইলে কারো সামর্থ্য নাই ভোটের ব্যত্যয় ঘটানোর। আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।
ডাকসু নির্বাচন এই সরকারের জন্য বড় পরীক্ষা ছিল উল্লেখ করে শফিকুল আলম বলেন, সেই পরীক্ষায় আমাদের দলগুলো, সুশীল সমাজ, শিক্ষার্থীরা সবাই মিলে খুব সুন্দরভাবে উত্তরণ করেছি। এমন একটি নির্বাচন হয়েছে যেখানে কোনো অঘটন ঘটেনি। সেখানে আইন-শৃঙ্খলাকেন্দ্রিক কোনো অঘটন ঘটেনি। আরো কিছু নির্বাচন হবে। সবগুলোই এমন হবে।



