Logo
Logo
×

জাতীয়

বিশেষ ফ্লাইটে ঢাকার পথে বাংলাদেশ দল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

বিশেষ ফ্লাইটে ঢাকার পথে বাংলাদেশ দল

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে আজ বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যেসব যাত্রীর ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকা আসার কথা ছিল, তারা আজকের অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুবিধা নিতে পারবেন।

বাংলাদেশ দূতাবাসের এক সূত্র জানিয়েছে, বর্তমানে নেপালে শিক্ষাসফরে থাকা ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদলসহ প্রায় ৫০ জন বাংলাদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত আছেন। এছাড়া আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক নেপালে অবস্থান করছেন।

এদিকে, আজ বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও ঢাকায় ফিরছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন