কানেকটিকাটে বাংলাদেশি কমিউনিটির অভিভাবক ডা. সাইদুর রহমান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাটের (বাক) উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ডা. সাইদুর রহমান মারা গেছেন। তিনি স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে কানেকটিকাটের ইয়েল হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
ডা. সাইদুর রহমান তার ছেলে-মেয়ে, নাতি-নাতনি ছাড়াও অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গত দুই দশক ধরে কানেকটিকাটে বাংলাদেশি কমিউনিটির জীবনমান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কমিউনিটির প্রতিটি ভালো কাজে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।



