Logo
Logo
×

জাতীয়

ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে: ডিএমপি কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে: ডিএমপি কমিশনার

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর পর্যন্ত ভোটগ্রহণ আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সব প্রবেশপথ ও ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এবং প্রার্থীরাও অংশ নিচ্ছেন উৎসবমুখর পরিবেশে।

তিনি আরও জানান, “নির্বাচনের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।” যদিও প্রার্থীদের মধ্যে কিছু ছোটখাটো অভিযোগ রয়েছে, তবুও সামগ্রিকভাবে ভোটগ্রহণ সুন্দরভাবে চলছে।

বিশ্ববিদ্যালয়জুড়ে এখন নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে, যা দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণকে তুলে ধরছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন