ছবি : সংগৃহীত
বন্যার কারণে ২ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকা-সিলেট ট্রেন চলাচল। শনিবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে।
রেলের পক্ষ থেকে জানানো হয়, প্রবল বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যায় রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলশ্রুতিতে গত ২২ আগস্ট থেকে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট সেকশনের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে শনিবার বন্যার পানি নেমে যাওয়ায় ঢাকা সিলেট সেকশনে পুনরায় ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক নাহিদ হাসান খাঁন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আজ থেকে ঢাকা-সিলেট চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং সুরমা মেইল নিয়মিত চলাচল করবে।
তবে বন্যায় রেল লাইনের ওপর পানি উঠে যাওয়া, লাইনের তলার মাটি সরে যাওয়া, লাইন বেঁকে যাওয়া, রেল লাইনের তলায় পাথর না থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটের সব ট্রেন এবং চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে বেশ কয়েকটি ট্রেন গত বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।