Logo
Logo
×

জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের মরদেহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম

কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের মরদেহ

ছবি : সংগৃহীত

দেশের রাজনীতির অন্যতম পুরোধা, প্রখ্যাত লেখক, গবেষক, তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে কিছু সময়ের জন্য মরদেহটি রাখা হয়, যাতে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন।

রাজনৈতিক পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে বদরুদ্দীন উমর একজন স্বনামধন্য চিন্তাবিদ ও বিশ্লেষক হিসেবে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

২০২৫ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কারে’ ভূষিত হন, যদিও তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ৯৪ বছর বয়সে রোববার রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন