Logo
Logo
×

জাতীয়

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে তার নিজস্ব রিসোর্ট ‘ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক’ থেকে তাকে আটক করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর শামসুদ্দোহাকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করে। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, তারা মোট ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদ গোপন ও অবৈধভাবে অর্জন করেছেন।

দুদকের অনুসন্ধানে জানা যায়, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শামসুদ্দোহা ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে বিপুল অর্থ আয় করেন। এই অর্থ বিভিন্ন তফসিলি ব্যাংকে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে জমা রাখা হয় এবং পরবর্তীতে তা উঠিয়ে উৎস ও মালিকানা গোপন করার চেষ্টা করা হয়।

তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকা গোপন করেছেন এবং ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৭৮ টাকা অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধেও ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকা গোপন এবং ২৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৪৯১ টাকার অজ্ঞাত আয়ের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন