পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের সদস্যদের জনগণের আস্থা অর্জনে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের বিশেষ সুবিধা দেবেন না, নিজেকে রাজনৈতিক কর্মীও ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না।
তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব আইন ও জনস্বার্থভিত্তিক। তাই রাজনৈতিক প্রভাব এড়িয়ে চলতে হবে। মজার ছলে তিনি যোগ করেন, এখন যদি কারও কাছে তেল দেন, নির্বাচন শেষে সেই তেল ফুরিয়ে যাবে। তাই তেল রিজার্ভ করে রাখুন, পরে প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। কিন্তু কোনো দলের দিকে যাবেন না, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন।



